ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ক্যান্সার আক্রান্ত হয়ে শিবচরে ছাত্রদলনেতা রিপনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
ক্যান্সার আক্রান্ত হয়ে শিবচরে ছাত্রদলনেতা রিপনের মৃত্যু

মাদারীপুর: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন মুন্সী (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রিপন ওই উপজেলার মাদাবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর গ্রামের মোশারফ মুন্সীর ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক শিশুসন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান সজীব বাংলানিউজকে এ তথ্য জানান।

পরিবার সূত্রে জানা যায়, গত তিনমাস ধরে রক্তে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন তিনি। এক মাস ধরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  

রিপনের এমন অকাল মৃত্যৃতে শিবচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম খান সজীবসহ সবাই গভীর শোক জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।