বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন, বিএনপির সাংগঠনিক ও ছাত্রদলের সাবেক সভাপতি সম্পাদক ফজলুল হক মিলন, সহকারী রিটার্নিং অফিসার দু’জন যথাক্রমে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আজিজুল বারী হেলাল।
পুলিং অফিসার থাকবেন তিনজন, যথাক্রমে এবিএম মোশারফ হোসেন (বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), শফিউল বারী বাবু (স্বেচ্ছাসেবক দলের সভাপতি) ও সুলতান সালাউদ্দীন টুকু (যুবদলের সাধারণ সম্পাদক)।
১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। সারাদেশ থেকে আগত ১১৭টি ইউনিটের ৫৮০জন ভোটার সরাসরি ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএইচ/এএটি