ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

বীরগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতিসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, সেপ্টেম্বর ১৫, ২০১৯
বীরগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতিসহ আটক ৩

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী (৩৫) ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কানচুসহ (৫০) তিনজনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাল্টাপুর ভোগডোমা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিমের ছেলে ছাত্রদল নেতা আক্কাস, ভোগডোমা গ্রামের নায়েব আলীর ছেলে পাল্টাপুর ইউপির সদস্য কানচু ও পাল্টাপুর গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে সাকিব (৩০)।

তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিলা পারভীন বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।