ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

অবশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ২৪, ২০১৯
অবশেষে সিলেটে সমাবেশের অনুমতি পেলো বিএনপি

সিলেট থেকে: অবশেষে সিলেটে বিভাগীয় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। সমাবেশে যথা সময়ে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার পরে সমাবেশের অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি জানিয়েছেন বলে জানান দিদার।

বিএনপির এ দুই নেতা সকাল ৯টা ৩৩ মিনিটে পুলিশ কমিশনারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে সমাবেশ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর)রাতে ডা. জাহিদ হোসেন সমাবেশের কথা জানালেও গভীর রাতে সিলেট রেজিস্ট্রারি মাঠে নির্মিত মঞ্চ কে বা কারা ভেঙে দেয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।