ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লুটেরাদের বিচার দেশের মাটিতেই হবে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
লুটেরাদের বিচার দেশের মাটিতেই হবে: রিজভী রুহুল কবির রিজভী।

ঢাকা: লুটেরাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কেউ পালিয়ে যেতে পারবে না। যারা লুট করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ‘জাতীয়তাবাদী ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ক্যাসিনো জুয়াড়িদের ঘটনা লিখতে গেলে তাদের দুর্নীতির মহাকাব্য লেখা যাবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, দেশে অনাচার চলছে। এখন চারিদিকে নৈরাজ্য, ভয় আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কের মধ্যে শেখ হাসিনা ক্ষমতার রাজদণ্ড ধরে রেখেছেন। তিনি মনে করছেন ভয়ের মধ্যে রাখলে মানুষ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। কেউ টু শব্দ করবে না। কিন্তু সেই দিন বোধ হয় শেষ হয়ে আসছে। কিছুদিন হয়তো ভয় পাইয়ে রাখা যায়। কিন্তু গোটা দেশকে যারা লুট করেছে, শিশুর খাদ্য আত্মসাত করেছে, বন্যার্তদের খাদ্য আত্মসাত করেছে। তাদের এই দেশের মাটিতেই বিচার হবে। তারা পালিয়ে যেতে পারবে না।

রোববার রাজশাহীর জনসভায় পদে পদে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, সব বাধা অতিক্রম করে জনসভা সফল হয়েছে। কিন্তু সরকার অনেক লোক দেখলেই কেন এত ভয় পায়? কারণ তারা তো অপরাধী। অবৈধভাবে মধ্যরাতে ভোট কেটে ক্ষমতায় আছে। এখন দুর্নীতির অভিযান চালিয়ে অপকর্ম, মধ্যরাতে ভোট ডাকাতি সেসব কী ঢাকা দিতে পারবেন? না পারবেন না।

তাদের হাতে র‌্যাব-পুলিশ সরকারিযন্ত্র থাকার পরও সম্রাটকে খুঁজে পাচ্ছে না কেন? প্রশ্ন করে রিজভী বলেন, এসব কি জনগণ বোঝে না। কী ঘটনা ঘটছে। আপনারা কী করছেন? কেন করছেন?

জাতীয়তাবাদী ওলামা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের সাফল্য কামনা করে তিনি বলেন, আগামীদিনে সমাজের অন্যায় বেইনসাফির বিরুদ্ধে ওলামা দল সোচ্চার হবে। তাদের মধ্যে ইসলামের যে আলো তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে।  

ওলামা দলের আহ্বায়ক মওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ওলামা দলের সদস্য সচিব মওলানা নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মওলানা কাজী আবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।