ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

ফেনীতে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, অক্টোবর ১৩, ২০১৯
ফেনীতে বিএনপির সমাবেশে খালেদা জিয়ার মুক্তি দাবি ফেনীতে বিএনপির সমাবেশ। ছবি: বাংলানিউজ

ফেনী: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি, ফেনী নদীর পানি চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদে ফেনীতে সমাবেশ করেছে বিএনপি।

রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় শহরের ট্রাংক রোডে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খোন্দকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার।

প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বিএনপি মেনে নেবে না। ফেনী নদীর পানি চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আর সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া তুলে নিতে হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।