ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা টুটুল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা টুটুল কারাগারে

ময়মনসিংহ: বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৩ সালের ১৮ মার্চ ১৮ দলীয় জোটের ঘোষিত হরতালের সমর্থনে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় একটি মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে প্রধান আসামি হিসেবে অভিযোগপত্র তৈরি করা হয়। মঙ্গলবার ওই মামলায় টুটুল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩৭টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯ 
এবি/ওএইচ/


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।