ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

সাদেক হোসেন খোকার কুলখানি ১৫ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, নভেম্বর ৯, ২০১৯
সাদেক হোসেন খোকার কুলখানি ১৫ নভেম্বর সাদেক হোসেন খোকা

ঢাকা: সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দোয়া মাহফিল আগামী শুক্রবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) সাদেক হোসেন খোকার বড় ছেলে ইসরাক হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকায় রোববারের পরিবর্তে শুক্রবার (১৫ নভেম্বর) আমার বাবা সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জন্য দোয়া মাহফিলের দিন নির্ধারণ করা হয়েছে।

গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে বাদ আসর বিকেল সাড়ে চারটায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

এর আগে সাদেক হোসেন খোকা ৪ নভেম্বর (সোমবার) নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৭ নভেম্বর তার মরদেহ ঢাকায় আনা হয়। ওইদিন সন্ধ্যায় জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।