শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এ আইনজীবী বলেন, আমরা আইনজীবীরা স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলাম।
‘আমরা বললাম যে, আমরা সঠিকভাবে করছি। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন আইনের শাসনও সবক্ষেত্রে থাকে না। সে কারণেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। ’
তিনি বলেন, আমরা আবার খালেদা জিয়ার জামিনের দরখাস্ত করবো। আশা করি হাইকোর্ট বিভাগ দেশের জনগণের শেষ আশ্রয়স্থল, সেখানে আমরা আবেদন করলে অবশ্যই জামিন পাবো।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই আবেদন করা হবে।
আইনজীবী জমির উদ্দিন সরকার বলেন, আগামী সপ্তাহে আবেদন করা হবে।
এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএইচ/এইচএডি/