ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

করোনায় মৃত বিএনপি নেতার মরদেহ দাফন করলো ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ৩০, ২০২০
করোনায় মৃত বিএনপি নেতার মরদেহ দাফন করলো ছাত্রলীগ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভুইয়ার মরদেহ দাফন করেছে উত্তর জেলা ছাত্রলীগের নেতৃত্বে গঠিত ‘ওরা ৪১ জন’।

শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার হোসেনপুর গ্রামের উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম ভুইয়া করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ওইদিন রাতে হোসেনপুর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় জাফরগঞ্জ ইউপির সাবেক দুইবারের এই চেয়ারম্যানকে।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ‘ওরা ৪১ জন’ ইতোমধ্যে করোনায় মৃত বিভিন্ন দল-মতের পাঁচজনের মরদেহ দাফন করেছে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ দল মৃত বিএনপি নেতা আব্দুস সালাম ভুইয়ার মরদেহ ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মে ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।