ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে বিএনপি নেতা আজাদের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ২, ২০২০
নারায়ণগঞ্জে বিএনপি নেতা আজাদের ওপর হামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

হামলায় নজরুল ইসলাম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল্লাহ, থানা যুবদলের সভাপতি জুয়েলসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১ জুন) উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ ও দোয়া অনুষ্ঠান শেষে ওই হামলার ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর উদ্যোগে তিনদিনের কর্মসূচির আজ দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন আজাদ।

অনুষ্ঠান শেষে বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

হামলায় উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন।

আজাদ অভিযোগ করে বলেন, দলের প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের কর্মসূচি শেষে ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুন ০২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।