ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

যশোরের ছাত্রদল নেতাকে আইনের হাতে সোপর্দের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৬, জুন ১৪, ২০২০
যশোরের ছাত্রদল নেতাকে আইনের হাতে সোপর্দের আহ্বান

ঢাকা: যশোর সদরের দেয়াড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনকে পরিকল্পিতভাবে গুম করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী রোববার (১৪ জুন) এ তথ্য জানান।

সাত্তার পাটোয়ারী বাংলানিউজকে বলেন, ইব্রাহিম হোসেন সব মামলায় জামিন থাকা স্বত্ত্বেও শনিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি বাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে পরিকল্পিতভাবে গুম করার অভিযোগ জানিয়েছেন তার পরিবার।

ইব্রাহিম হোসেনের পরিবারের অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতরা অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।