ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

খুলনা জেলা বিএনপি নেতা বাবু গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, জুলাই ২, ২০২০
খুলনা জেলা বিএনপি নেতা বাবু গ্রেফতার

খুলনা: খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টায় রূপসা উপজেলার আইজগাতি গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বাংলানিউজকে বলেন, করোনায় আক্রান্ত ছিলো বাবু।

বুধবার তার করোনার ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে। বাবু পরিবারের অন্য সবার থেকে আলাদা হয়ে পৃথক রুমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ১৪ দিন পর তার আরও একটি টেস্ট করা লাগবে। এ অবস্থায় তাকে গ্রেফতার করাটা অমানবিক।

অবিলম্বে বাবুর মুক্তির জোর দাবি জানিয়েছেন বিএনপির এ নেতা।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বাবুকে গ্রেফতার করা হয়েছে।

হোম আইসোলেশন থেকে বাবুকে গ্রেফতার করার বিষয়ে ওসি বলেন, ওয়ারেন্ট আছে তাই গ্রেফতার করেছি। এটা তার শারীরিক বিষয়। ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আদালতের নির্দেশ পালন করেছি।

কত সালের নাশকতা মামলা জানতে চাইলে ওসি বলেন, যতদূর মনে আছে ২০১৬/১৭ সালের মামলা হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।