ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

ন্যূনতম কর ৪ হাজার টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ন্যূনতম কর ৪ হাজার টাকা

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করহার চার হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার (৪ জুন) অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ উদ্যোগ নেওয়ার কথা জানান।


 
অর্থমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, জেলা, পৌরসভা ও অন্যান্য এলাকার কোম্পানি করদাতা ব্যতীত করদাতাদের তিন, দুই ও এক হাজার টাকা ন্যূনতম কর দিতে হয়। আয়কর সার্বজনীন কর। বিদ্যমান অঞ্চলভিত্তিক ন্যূনতম করহার প্রয়োগের পরিবর্তে ন্যূনতম করের হার চার হাজার টাকা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ৪ জুন, ২০১৫
আরইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।