ঢাকা: ৩০ হাজার টাকা বাড়িয়ে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা করা হচ্ছে আড়াই লাখ টাকা। বর্তমানে ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা নির্ধারিত রয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যক্তিসীমার আয়কর ত্রিশ হাজার টাকা বাড়িয়ে আড়াই লাখ টাকা করার প্রস্তাব করেছেন।
এ প্রস্তাব পাস হলে যারা বছরে আড়াই লাখ টাকার কম আয় করবেন, তাদের সরকারের তহবিলে কোনো কর দিতে হবে না।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। দশম জাতীয় সংসদে এটি তার পেশ করা দ্বিতীয় বাজেট।
শুরুতেই সংসদের কাছে বাজেট পেশ করার অনুমতি চান অর্থমন্ত্রী। স্পিকার সম্মতি দিলে বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি তার বাজেট বক্তৃতা শুরু করেন।
এর আগে ২ লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার খসড়া বাজেট অনুমোদন করে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে অর্থমন্ত্রী এ বাজেট অনুমোদনের প্রস্তাব করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এডিএ/এএ