ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটের টুকিটাকি

‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা’

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা শুরু করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে তিনি সম্পূরক বাজেট ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা দিতে শুরু করেন।



অর্থমন্ত্রী সংসদে জানান, এবারের বাজেটের শিরোনাম- ‘সমৃদ্ধির সোপানে বাংলাদেশ: উচ্চ প্রবৃদ্ধির পথ রচনা। ’

এর যৌক্তিকতা তুলে ধরতে বক্তৃতার শুরুতে তিনি স্পিকারকে বলেন, আপনি জানেন, সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০১৪-২০১৫ অর্থবছরে আমাদের চলতি মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করেছিলাম। লক্ষ্য অনুযায়ী সাত শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের পথে প্রথম ছয়মাসে অগ্রগতি আমাদের প্রত্যাশার চেয়েও অধিক ছিল। কিন্তু একটি একটি অসাংবিধানিক দাবিকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোট গত জানুয়ারি মাস থেকে দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

হরতাল, অবরোধ কর্মসূচি আর পেট্রোল বোমা ও ককটেলের ব্যবহারে বিপর্যস্ত করে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের জীবন...।

অর্থমন্ত্রী বলেন, ২০১৫ সাল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার শেষবছর। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ঘাটতিসমূহ এবং ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে  আমরা প্রণয়ন করতে যাচ্ছি ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যার বাস্তবায়ন শুরু হবে জুলাই ২০১৫ হতে।

এই পরিকল্পনায় যে বিষয়গুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

-    কারিগরি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গঠন
-    বিদ্যুৎ, জ্বালানি ও যোগাযোগখাতে অবকাঠামোগত সীমাবদ্ধতা দূরীকরণ
-    কৃষিভিত্তিক শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকাতের উন্নয়ন কৌশল নির্ধারণ
-    আইসিটি-স্বাস্থ্য-শিক্ষা সংক্রান্ত সেবা রফতানিতে সুনির্দিষ্ট নীতিকৌশল প্রণয়ন
-    সরকারি-বেসরকারি বিনিয়োগে গতিশীলতা আনয়ন
-    রফতানি গতিশীলতা এবং একইসঙ্গে পণ্যের বৈচিত্রায়ন

তিনি বলেন, এই সব লক্ষ্য অর্জনে সঞ্চয়, বিনিয়োগ, সরকারি আয় ও ব্যয়, ঘাটতি অর্থায়ন, বৈদেশিক সহায়তা, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা, প্রাতিষ্ঠানিক অবকাঠামো ও সংস্কারের ধরন বিষয়েও নতুন পরিকল্পনা দলিলে দিক-নির্দেশনা থাকবে।

বর্তমানে অর্থমন্ত্রী সম্পূরক বাজেট বক্তৃতা করছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।