ঢাকা: যানজট নিরসনে রাজধানীর যানবাহন ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র সমন্বয়কারী প্রতিষ্ঠান দরকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী বলেন, যানজট মুক্ত ঢাকা শহর গড়ে তুলতে মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, ২০১৯ সাল নাগাদ এর কাজ শেষ হবে। যানজট সমস্যা সমাধানে আমাদের চলমান অন্যান্য উদ্যোগের মধ্যে ৩৮ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা শহরের জাহাঙ্গীর গেট এলাকায় ফ্লাইওভার ও আন্ডার পাস এবং হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, গাজীপুর থেকে হযরত শাহজালাল (র.) বিমানবন্দর পর্যন্ত বিমান বন্দর থেকে ঝিলমিল পর্যন্ত বাস ৠাপিড ট্রানজিট নির্মাণের রুট সমীক্ষা এবং প্রাথমিক নকশা চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, দ্রুত গতিতে চলছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ। কর্ণফুলি নদীর তলদেশে টানেল নির্মানের জন্য চীনের কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পনি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এটা নির্মিত হলে চট্টগ্রামের পূর্ব ও পশ্চিম অংশের সংযোগ বাড়ার পাশাপাশি যানজট হ্রাস পাবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
জেপি/এটি