ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা করছেন।
তিনি সম্পূরক ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেটের বিস্তারিত তুলে ধরছেন।
এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের অনুন্নয়ন ও উন্নয়ন বাজেট ধরা হয়েছে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা।
অর্থায়নের উৎস হিসেবে বাজেটে বলা হয়েছে, বৈদেশিক অনুদান, বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ অর্থায়ন, কর ব্যতীত প্রাপ্তি, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ও জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর।
জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করের হার ৫৯.৮ শতাংশ। এখাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ১,৭৬,৩৭০ কোটি টাকা। এ খাতে রয়েছে- মূল্য সংযোজন কর ৩৬.৫ শতাংশ, আমদানি শুল্ক ১০.৬ শতাংশ, আয়কর ৩৬.৮ শতাংশ, সম্পূরক শুল্ক ১৪.৭ শতাংশ ও অন্যান্য ১৪ শতাংশ।
এবারের বাজেটে অনুন্নয়ন ও উন্নয়ন বাজেটের অর্থায়নের উৎস হিসেবে ধরা হয়েছে- বৈদেশিক অনুদান ২.০ শতাংশ, বৈদেশিক ঋণ ৮.২ শতাংশ, অভ্যন্তরীণ অর্থায়ন ১৯.১ শতাংশ, কর ব্যতীত প্রাপ্তি ৮.৯ শতাংশ, জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর ২.০ শতাংশ।
বাজেট বক্তৃতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এবি/