জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে বাজেট পেশ করার ক্ষেত্রে রেকর্ড করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নিজের এই অর্জনকে বিশেষ বলে আখ্যায়িত করলেন অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (০৪ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতা প্রদানকালে তিনি এ কথা বলেন। বিকেল ৫টা ৪০ মিনিটে আসর নামাজের বিরতি শেষে পুনরায় বাজেট বক্তৃতা শুরুতেই তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমি টানা সপ্তমবারের মতো জাতীয় সংসদে বাজেট দিচ্ছি। এটা এদেশে আগে কখনো হয়নি। আর এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থার জন্য। এ সময় প্রধানমন্ত্রী হেসে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংসদে উপস্থিত অন্যান্য সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান।
প্রসঙ্গত অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত সংসদে প্রথম বাজেট পেশ করেন (১৯৮২-৮৩) অর্থ বছরে। সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের আমলেই তিনি অর্থমন্ত্রী হিসেবে নিজেকে চেনান। এরশাদেই আমলে মোট দু’টি বাজেট দেন আবুল মাল আবদুল মুহিত। মহাজোট সরকারের আমলে ২০০৯-১০ অর্থ বছর থেকে টানা পাঁচ অর্থবছরে সংসদে বাজেট দেন তিনি। এবার দশম জাতীয় সংসদ গঠনের পর প্রথম এবং আজ দ্বিতীয় বাজেট দিতে গিয়ে টানা ৭ বাজেট পেশের রেকর্ড করলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসকে/এসএম/আরআই