ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ঘাটতি রয়েছে ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা।
বৃহস্পতিবার (৪ জুন) দশম জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পেশ করা প্রস্তাবিত বাজেটের সার সংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।
এই ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ থেকে ৩০ হাজার ১৩৪ কোটি টাকা, অভ্যন্তরীণ খাত থেকে ৫৬ হাজার ৫২৩ কোটি টাকা সংগ্রহের প্রস্তাব করা হয়েছে বাজেটে।
অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ঋণ ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত থেকে আসার কথা রয়েছে ১৮ হাজার কোটি টাকা।
বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘাটতি ছিল ৬৮ হাজার কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসই/এমজেএফ