ঢাকা: জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরে দুই লাখ ৯৫ হাজার ১শ’ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৪ জুন) বাজেট পেশকালে বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রবৃদ্ধিতে গতি সঞ্চালক ৮টি বৃহৎ প্রকল্প (ফার্স্ট ট্র্যাক প্রকল্প) দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নজরদারিতে এনেছি।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ২০১৪-১৫ অর্থবছরের সম্পূরক ও ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অর্থমন্ত্রীর উল্লেখিত এ বৃহৎ আট প্রকল্প হলো- পদ্মা সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প, এমআরটি-৬ প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প ও পায়রা সমুদ্র বন্দর প্রকল্প।
মন্ত্রী বলেন, এসব প্রকল্পের মধ্যে পদ্মা সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প দু’টি আমাদের চলতি মেয়াদে শেষ হবে বলে আশা করছি।
পদ্মা সেতু প্রসঙ্গে মুহিত বলেন, বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি প্রতিবছর শুন্য দশমিক ৫৬ শতাংশ বাড়বে এবং অনগ্রসর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। আমরা আশা করছি, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হবে, ইনশাল্লাহ।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমআইএস/আরএম