ঢাকা: ৭০০ কোটি টাকার বরাদ্দ চাইলেও নির্বাচন কমিশনের জন্য বাজেট প্রস্তবনায় ৫২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থাপিত বাজেট প্রস্তবনা থেকে এ তথ্য জানা গেছে।
এক্ষেত্রে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ইসির জন্য অনুন্নয়ন (রাজস্ব) খাতে ৪৯৫ টাকা এবং অনুন্নয়ন মূলধন খাতে ২৬ কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
ইসির বাজেট শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এনামুল হক বাংলানিউজকে বলেন, আমরা আগামী বছরের ইউপি, পৌরসভা এবং অন্যান্য নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকার বরাদ্দ চেয়েছিলাম। তবে এর কম হলেও সমস্যা নেই। আগামী ডিসেম্বরে মধ্যমেয়াদি বাজেটে বাকিটা নেওয়া যাবে।
গত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছিলো ২৪৯ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৫
ইইউডি/এমজেএফ