ঢাকা: দেশে কর্মরত বিদেশি শ্রমিকদের করের আওতায় আনতে এবার কঠোর হওয়ার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত পাঁচ লাখ টাকা কর ধার্য করা ছাড়াও সকল কর সুবিধা বাতিলের প্রস্তাব করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতা দেওয়ার সময় তিনি এ সব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে যথেষ্ট বেকার যুবক থাকা সত্ত্বেও ব্যাপকভাবে বিদেশি জনশক্তি এখানে কাজ করেন। তাদের অনেকেই কোনো রকম করের আওতায় আসেন না। তিনি বলেন, বিদেশি কর্মরত লোকজনের নিবন্ধন গতবছর শুরু করা হয়েছে। এবার তাদের ওপর নিয়মিত কর ধার্য করা হয়েছে।
তাই যারা এখন থেকে অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান কাজে নিয়োজিত থাকবেন, সেসব প্রতিষ্ঠানের ওপর প্রদেয় আয় করের ৫০ শতাংশ বা পাঁচ লাখ টাকা অতিরিক্তি কর ধার্য করার প্রস্তাব করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ওইসব প্রতিষ্ঠানের কর সুবিধা বাতিলের প্রস্তাব করছি। অধিকন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে জেল জরিমানা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ইইউডি/আরআই