ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

প্রস্তাবিত বাজেট দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ৪, ২০১৫
প্রস্তাবিত বাজেট দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



বিবৃতিতে তিনি বলেন, বিশাল অঙ্কের বাজেট দিয়ে অর্থমন্ত্রী গৌরববোধ করলেও সাধারণ জনগণ এর কতভাগ সুফল পাবে তা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে।

বাজেটের বিশাল অংশ সরকারদলীয় এমপি ও নেতাকর্মীদের পকেটে যাবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চরমোনাই পীর বলেন, এ বছরের বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। যা জনগণ চরমভাবে নিষ্পেষণ করার নামান্তর।

সংবাদপত্রের ওপর রেয়াত প্রত্যাহার ও নতুন করে কর আরোপ করাকে দেশের সংবাদপত্রের বিকাশের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করে অর্থমন্ত্রী ও সব সংসদ সদস্যকে জনবান্ধব বাজেট পাস করার আহ্বান জানান রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৪,২০১৫
এলকে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।