বৃহস্পতিবার (০১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন।
বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই লাখ ৮৮ হাজার কোটি টাকা।
এছাড়া ভ্যাট খাতে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থবছরে ৩৫ শতাংশ বেশি টাকা আদায় করার চেষ্টা থাকবে সরকারের। গত অর্থবছরে ভ্যাট খাতে সংশোধিত লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিলো ৬৫ হাজার কোটি টাকা। এছাড়া গত অর্থবছরের মূল বাজেটের আকার ছিল তিন লাখ ৪০ হাজার কোটি টাকা। পরে সেটা সংশোধিত করে আকার নির্ধারণ করা হয় তিন লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকা। অর্থাৎ প্রায় ২৩ হাজার কোটি টাকা কাঁটসাট করা হয়।
এ বাজেট বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এগারোতম বাজেট। এরআগে এরশাদের আমলেও মুহিত দু’টি বাজেট পেশ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসজে/এসএইচ