শুক্রবার (০২ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারি ব্যাংকের পর বেসরকারি ব্যাংকগুলোতে লুটপাট হচ্ছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর সব দেশেই জাল-জালিয়তি চুরি-চামারি হয়।
এখন সরকারি ব্যাংকে এখন লুটপাট কমে এসেছে বলে জানান তিনি।
তিনি বলেন, আমার জীবনের এটি শ্রেষ্ঠ বাজেট। ‘স্বস্তির এই বাজেটে অস্বস্থির কিছু নেই। ’ বাজেটে কোনো দুর্বলতা নেই। সবদিক উজ্জল।
তেলের দাম যতটা কমানোর উচিৎ ছিলো আমরা ততটা কমাতে পারিনি। কমানোর বিষয়টি এখানো বিবেচনাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থ পরিবার ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মস্তোফা কামাল এবং অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএফআই/এসই/এসএইচ