ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

করজাল বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
করজাল বাড়ানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অন্যরা

সিলেট: নির্বাচনী বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার কমানোর কোনো সম্ভাবনা নেই। বরং রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করজাল আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (২০ মার্চ) নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ২২তম আন্তঃঅফিসার্স ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে শুধুমাত্র লোন (ঋণ) আনবে বাংলাদেশ।

উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি অর্জন করায় বেশ কিছু সুবিধা কমে আসবে।  
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সিলেটের জেলা প্রশাসক নুমেরি জামান, বাফুফে’র কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী নগরীর ২ নং ওয়ার্ডে সিসিকের ছড়া উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।