এই বিলের উপর আগামী ১০ ও ১১ জুন আলোচনা শেষে সংসদে পাস করা হবে। বৃহস্পতিবার (০৭ জুন) সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থবিল উত্থাপন করেন।
অর্থ বিল পেশ করার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী বলেন, আমার ক্ষমা চাওয়ার বিষয় আছে। আমি বাজেট বক্তৃতায় অনেক সময় বসেই দিয়েছি। তাছাড়া রোজার মাস সব নিয়ম আমি পালন করতে পারিনি। এটা বয়সের কারণেই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এসএম/এসকে/এমএ