ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

মাদারীপুর পৌরসভার ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
মাদারীপুর পৌরসভার ৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা উন্মুক্ত প্রস্তাবিত বাজেট আলোচানা সভায়

মাদারীপুর: মাদারীপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৮৪ কোটি ১৬ লখা ছয় হাজার ৪৯৬ টাকার বাজেট প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে পৌরসভার হলরুমে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ ১৪৩তম উন্মুক্ত বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন।  

সড়ক, কালভার্ট, ব্রিজ উন্নয়ন, ড্রেন নির্মাণ, নাগরিক সেবায় পরিবর্তন, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ একাধিক খাতে এ বাজেট ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট আলোচানা সভায় উপস্থিত ছিলেন- পৌর সচিব খন্দকার আবু আহম্মদ ফিরোজ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, টিআইবি’র মাদারীপুরের সভাপতি ও সদস্য, পুলিশ প্রশাসন, র‌্যাব কমান্ডার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।  

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৮১ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে দুই কোটি ৭১ লাখ ২১ হাজার ৪৯৬ টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।