শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট থেকে আশা করছি, ২০২৪ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত সুফল পাবো।
‘চীনের অবস্থা কী ছিল? এক সময় তাদের কোনো খাবার ছিলো না। সেই চীন আজ পৃথিবীর এক নম্বর দেশ। ’
মুস্তফা কামাল বলেন, চীন, মালয়েশিয়া যদি পারে, বাংলাদেশ অবশ্যই পারবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিগত ১০ বছরে আমরা সবাই নিরলস পরিশ্রম করে দেশকে একটি জায়গায় নিয়ে এসেছি। ট্রেন একবার যখন ট্র্যাকের উপর উঠে যায়, তখন আর পেছনের দিকে যায় না।
‘এখন আমাদের কেউ-ই লাইনচ্যুত করতে পারবে না। আমরা এগোবই, এগোবো ইনশাল্লাহ। ’
তিনি বলেন, আমাদের ঋণের পরিমাণ জিডিপির ৫ শতাংশ। ২০৪১ সাল নাগাদ আমরা আর ঋণ নেবো না। উল্টো আমরাই সারা বিশ্বের মানুষকে ঋণ দেবো।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এসকে/এসই/এমএ