ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

আগামীতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ১১, ২০২০
আগামীতে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে

ঢাকা: আগামী অর্থবছরে সরকারি ব্যয় খাতে বিলাসি ব্যয় কমিয়ে আনার অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের বাজেট পেশকালে এ কথা জানান অর্থমন্ত্রী।  

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের ঋণের স্থিতি-জিডিপির অনুপাত এখনও কম (৩৩ শতাংশ)।

এ অবস্থায় সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিলাশি ব্যয়, যেমন- বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করা হবে। একই সঙ্গে কর্ম সৃজন ও কৃষি খাতে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও জানান, করোনা সংকটের শুরু থেকেই সরকার সতর্ক অবস্থানে রয়েছে। জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, কর্ম সুরক্ষা ও সফল অর্থনৈতিক উত্তরণের উদ্দেশ্যে সরকার নানা অর্থনৈতিক উদ্যোগ নিয়েছে। সরকারি উদ্যোগে মূলত ৪ ধরনের কর্মকাণ্ড রয়েছে, যা অবিলম্বে, স্বল্প মেয়াদে ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।