ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাজেটে ক্রীড়া খাতে ২৩৩ কোটি টাকার প্রস্তাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুন ১১, ২০২০
বাজেটে ক্রীড়া খাতে ২৩৩ কোটি টাকার প্রস্তাব ছবি:বাংলানিউজ

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২৩৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন।

২৩৩ কোটি টাকা প্রস্তাব করায়, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় এবার বাজেটে বাড়লো ৭৮ কোটি টাকা।

যেখানে গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১৫৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।