ঢাকা: ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরো শক্তিশালী করতে কমিশনের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে অটোমেশনের পরিকল্পনা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শিরোনামে খসড়া বাজেট ঘোষণায় এ তথ্য জানান।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দুর্নীতি দমন কমিশনের চাহিদা মোতাবেক পর্যাপ্ত আইনি সহায়তা প্রদান করে আসছে সরকার। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তদন্ত ও মামলা পরিচালনা সংক্রান্ত কাজ সঠিকভাবে পরিবীক্ষণের জন্য ওয়েবভিত্তিক সফটওয়্যার প্রস্তুত করা হবে। দুর্নীতি দমনে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন- যেসব পণ্যের দাম কমছে
বাজেটে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি
২ লাখ টাকার কম সঞ্চয়পত্রে টিআইএন লাগবে না
স্মার্ট ওয়াচ, কম্পিউটার ও যন্ত্রাংশ উৎপাদনে ভ্যাট অব্যাহতি
ব্যাংক ঋণের লক্ষ্য ৭৬৪৫২ কোটি টাকা
দেশে মোবাইল ফোন উৎপাদন-সংযোজনে আরও ২ বছর ভ্যাট অব্যাহতি
করোনা টেস্ট কিট, টিকা আমদানি ও উৎপাদনে কর অব্যাহতি
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ০৩, ২০২১
এসএমএকে/এমএইচএম