ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

বাড়তে পারে ঘরে ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ যন্ত্রের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুন ৯, ২০২২
বাড়তে পারে ঘরে ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ যন্ত্রের দাম

ঢাকা: প্রস্তাবিত বাজেটে ডমেস্টিক ওয়াটার পিউরিফায়ারের আমদানি শুল্ক ১০ গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। এটি পাস হলে বেশি দামেই কিনতে হবে বাসাবাড়িতে ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ যন্ত্র।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন।  

প্রস্তাবনায় বলা হয়েছে, ২০ লিটার পর্যন্ত ওয়াটার ডিসটিলেশন যন্ত্রের আমদানি শুল্ক ১০ শতাংশ। ডমেস্টিক টাইপ ওয়াটার পিউরিফাইং অ্যাপরেটাস/মেশিন পণ্যটি একই ধরনের অর্থাৎ ফাংশনালি সমজাতীয় হওয়ায় মাঠ পর্যায়ে শুল্কায়নে জটিলতা সৃষ্টি হয়। এমতাবস্থায়, ডমেস্টিক টাইপ ওয়াটার পিউরিফাইং অ্যাপরেটাস/মেশিন এর আমদানি শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার এবং মোট করভার একই নির্ধারণে প্রস্তাব করছি।  

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটি স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা ১৪তম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

বাজেটটি প্রস্তুত হয়েছে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুন ০৯, ২০২২
ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।