ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি, ৩ পদে নেবে ৫৮ জন

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি, ৩ পদে নেবে ৫৮ জন

তিন ধরনের পদে মোট ৫৮ জন নিয়োগ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে, ৫৬ জন।

 

আবেদন করতে হবে অনলাইনে (mofa.teletalk.com.bd) ১৪ জুলাই ২০২৩ তারিখের মধ্যে। আবেদনের সময় ৩০০ ও ৩০০ পিক্সেল আকারের ছবি ও ৩০০ ও ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

১. পদের নাম: গবেষণা সহকারী- ০১ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-৫৬ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাঁটলিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ এবং বাংলা ৪৫ শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: উচ্চমান করণিক- ০১ জন

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অপারেশন বা অফিস অ্যাপ্লিকেশন বেসিক বা সমমানের কোর্স উত্তীর্ণের সনদ থাকতে হবে।

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা  (গ্রেড-১৩)

বয়সসীমা: ১৪ জুলাই ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর হলেও আবেদন করা যাবে। ২৫ মার্চ ২০২০ তারিখে যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: টেলিটক প্রিপেইডের মাধ্যমে ২২৩ টাকা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।