ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্যারিয়ার

টিআইবিতে ঢাকায় চাকরি, বেতন ৪ লাখ ১২ হাজার

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
টিআইবিতে ঢাকায় চাকরি, বেতন ৪ লাখ ১২ হাজার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিইডি) পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (ডিইডি)
পদসংখ্যা: ১


যোগ্যতা: সমাজবিজ্ঞান, লিবারেল আর্টস, বিজনেস বা এ–সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি বিশেষ করে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি পরীক্ষায় দুটি প্রথম শ্রেণি/বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে রিসার্চ, ম্যানেজমেন্ট, অ্যাকাডেমিক বা নীতি নির্ধারণী পর্যায়ে জ্যেষ্ঠ পদে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গভর্নেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পলিসি ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এবং রিসোর্স মোবিলাইজেশনে দক্ষ হতে হবে। গভর্ন্যান্স, ডেমোক্রেসি, রুল অব ল বিষয়ে গবেষণা ও প্রকাশনা থাকলে এবং হিউম্যান রাইটস, জেন্ডার অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিস স্যুট ও ইন্টারনেটের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: ৪,১২,০২৯ টাকা

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।