ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

তিল ঠাঁই নেই খুলনায় চাকরি মেলায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৭
তিল ঠাঁই নেই খুলনায় চাকরি মেলায় তিল ঠাঁই নেই খুলনায় চাকরি মেলায়

খুলনা: প্রত্যাশিত চাকরি পাওয়ার আশায় কর্মক্ষম ও শিক্ষিত বেকারদের উপস্থিতিতে তিল ধারনের ঠাঁই নেই খুলনার চাকরি মেলায়।

রোববার (২৩ এপ্রিল) দুই দিনব্যাপী বিডিজবস ডট কম (www.bdjobs.com) এর  উদ্যোগে খুলনা শহরের শহীদ হাদিসপার্ক সংলগ্ন ইউনাইডেট ক্লাবে শুরু হয়েছে বিডিজবসচাকরি মেলা।

দুপুরে মেলা ঘুরে দেখা গেছে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন কোম্পানিতে তাদের জীবন বৃত্তান্ত জমা দিচ্ছেন।


অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন বিডিজবস.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকাশ রায় চৌধুরী, সিনিয়র ম্যানেজার সোয়েব হাসান।

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, প্রাণ-আরএফএল গ্রুপ, এসিআই, ওএমসি গ্রুপ, রেনাটা লিমিটেডসহ দেশি-বিদেশি ৩১টি প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশগ্রহণ করেছে। ২০০ এর বেশি লোকবল নিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার প্রথমদিনে প্রতিষ্ঠানগুলো তাদের পূর্ব ঘোষিত পদের বিপরীতে চাকরি প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে। দ্বিতীয় দিনে সোমবার (২৪ এপ্রিল) বাছাইকৃত আবেদনকারীদেরকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করবেন।
তিল ঠাঁই নেই খুলনায় চাকরি মেলায়
বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের স্টলে প্রত্যাশিত চাকরি পাওয়ার আশায় আবেদন জমা দেন অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন কেয়ার সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করতে ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জন করেছি। বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠানে চাকরি হলে আশা করছি নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারবো।

মেলার সমন্বয়ক বিডিজবস ডট কমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ বলেন, চাকরিদাতা এবং সব ধরনের চাকরি প্রত্যাশীদের মধ্যে সংযোগ সৃষ্টির লক্ষ্যে বিডিজবস ডট কম এক যুগ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা আয়োজন করে আসছে। খুলনার সব চাকরি প্রার্থীরা যেন মেলায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য একটি সাধারণ জায়গায় এবার মেলা আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা,  এপ্রিল ২৩, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।