ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক ৬৬টি পদে ৩২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মেসওয়েটার পদে ৫৮ জন, ইউডিসি ১ জন, লস্কর ১ জন, নিরাপত্তা পরিদর্শক ১ জন, গোয়ালা ৩ জন, ইউএসএম/ শ্রমিক ২৩ জন, সহিষ ৩ জন, স্টোরম্যান ১ জন, ফায়ার ক্রু ৩ জন, বারবার ৪ জন, টিন স্মিথ ৭ জন, হেড মেকানিক ২ জন, ইনসেমিনেটর ২ জন, মালি ৩ জন, ওয়ার্ডবয় ১২ জন, ড্রাইভার/এম টি ড্রাইভার ৩ জন, এসএএসআই ১ জন, আয়া ৯ জন, কার্পেন্টার ৬ জন, ক্যাটালগার ২ জন, প্রোগ্রেস চেঞ্জার ১ জন, পাম্প অপারেটর ২ জন, কুলি ১ জন, মিল্ক রেকর্ডার ১ জন, নিরাপত্তা প্রহরী ১১ জন, টিসিএম১ ১ জন, টিসিএম২ ১ জন, টিসিএম৩ ৩ জন, বুক বাইন্ডার ৩ জন, ফায়ারম্যান ২ জন, পেইন্টার ৪ জন, অফিস গুদাম রক্ষক ১ জন, ডেমোনেস্ট্রটর ১ জন, ফার্মাসিস্ট ২ জন, প্লান্ট অপারেটর ১ জন, সহকারী বাবুর্চি ১৪ জন, ইএন্ডবিআর ২ জন, বাটলার ১ জন, মেশিনিস্ট ১ জন, অফিস সহায়ক/ বার্তা বাহক ২৪ জন, ইনসেক্ট কালেক্টর ১ জন, ধোপা ১ জন, ভিউয়ার ১ জন, পরিচ্ছন্নতা কর্মী ৩৫ জন, সহঃ নিরাপত্তা সুপারভাইজার ১ জন, অফিস করণিক/ অফিস করণিক কাম টাইপিস্ট ৯ জন, বাবুর্চি / বাবুর্চি (ইউ/মেস/হাসঃ) ২৮ জন, ফার্ম লেবার (এ্যানিমেল এ্যাটেনডেন্ট/ কাল্টিভেশন/ মিল্ক রুম কুলি/ কাউ এ্যাটেনডেন্ট) ৮ জন, ফিটার এমভি (এইচএস-১) ১ জন, ফিটার এমভি (এইচএস-২) ১ জন, ফিটার এমভি (স্কীল্ড) ২ জন, আর্মোরার (এসএস-২) ২ জন, ওএইচটি (এসএস-২) ১ জন, পেইন্টার (এইচএস-২) ১ জন, রেফ্রিজারেটর মেকানিক (এসএস-২) ১ জন, ফিটার সি ভীইকল (এইচএস-২) ১ জন, ফিটার সি ভীইকল (স্কীল্ড) ১ জন, ফিটার সি ভীইকল (এসএস-২) ১ জন, মেরিন টেকনিশিয়ান (স্কীল্ড) ১ জন, ইলেক্ট এমভী (এইচএস-২) ১ জন, মেরিন টেকনিশিয়ান (এসএস-২) ১ জন, ফিটার এএফডী (এইচএস-২) ২ জন, ডেন্টর (এসএস-২) ১ জন, ফিটার মিলরাইট (এসএস-২) ১ জন, ফিটার এএফভী (এইচএস-১) ১ জন এবং ফিটার এমভি (এসএস-২) ২ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদভেদে আবেদনের যোগ্যতা ভিন্ন।

তবে বেশিরভাগ পদেই অষ্টম শ্রেণি পাস হলে আবেদন করা যাবে। বেশ কিছু পদে অক্ষরজ্ঞানসম্পন্নরাও আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ঠিকানায় আবেদন করতে হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।