ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

প্রকৌশলী নেবে সেতু কর্তৃপক্ষ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
প্রকৌশলী নেবে সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে প্রকৌশলী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেসব পদে নিয়োগ:
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (অটো) ১ জন, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ১ জন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) ২ জন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ৬ জন, ফিজেবিলিটি স্টাডি ফর কনস্ট্রাকশন অব সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) ইন ঢাকা সিটি প্রকল্পে সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২ জন নিয়োগ পাবেন।

যোগ্যতা:
সহকারী প্রকৌশলী (সিভিল) পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, সহকারী প্রকৌশলী (অটো) পদে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা এবং উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সব পদের প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন:
সহকারী প্রকৌশলী পদে সাকুল্যে ৩৫,৬০০/ টাকা এবং উপ-সহকারী প্রকৌশলী পদে ২৭,১০০/ টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম:
প্রার্থীরা অনলাইনে www.bba.gov.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তি-

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।