ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্যারিয়ার

তিন ব্যাংকে ৫৫ জন নিয়োগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, মার্চ ১১, ২০১৮
তিন ব্যাংকে ৫৫ জন নিয়োগ লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দুই ব্যাংক এবং এক আর্থিক প্রতিষ্ঠানের দুই পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

উর্ধ্বতন কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে নিয়োগ পাবেন ৩০ জন। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৭ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১০ জনকে নেয়া হবে।

শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএসহ পুরকৌশলে স্নাতক ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।  

কর্মকর্তা (প্রকৌশল-সিভিল) পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২ জন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ২৩ জন নিয়োগ পাবেন। আবেদনের জন্য প্রার্থীর পুরকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে, কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।  

উর্ধ্বতন কর্মকর্তা পদে ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা এবং কর্মকর্তা পদে ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।  

আগ্রহী প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৯ মার্চ পর্যন্ত।  

বিজ্ঞপ্তি দেখুন

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সাথেই থাকুন..

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।