ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

জানা-অজানা: বিশ্বকাপ ফুটবল ২০১৮

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
জানা-অজানা: বিশ্বকাপ ফুটবল ২০১৮

শেষ হলো 'রাশিয়া বিশ্বকাপ-২০১৮'। পুরো একমাসজুড়ে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা মেতেছিলো ফুটবল বিশ্বকাপ নিয়ে। বল নিয়ে দলগুলোর মাঠের লড়াই শেষ। তবে চাকরির লড়াইয়ের প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য ফুটবল বিশ্বকাপের রেশ রয়ে যাবে আরও বহুদিন।

ভবিষ্যতে অনুষ্ঠিতব্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফুটবল বিশ্বকাপ ২০১৮ নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যে ধরনের প্রশ্ন আসতে পারে তা জেনে নেওয়া যাক একনজরে-

ফিফা বিশ্বকাপ ২০১৮:
* রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ সালের বিশ্বকাপ ছিলো- বিশ্বকাপের ২১তম আসর।


* ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন- ফ্রান্স, রানার্স আপ- ক্রোয়েশিয়া।
* ফাইনাল ম্যাচের স্কোর- ফ্রান্স ৪:২ ক্রোয়েশিয়া।
* এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়- ১৪ জুন থেকে ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত।
* মোট ম্যাচ অনুষ্ঠিত হয়- ৬৪টি।
* ম্যাচগুলো অনুষ্ঠিত হয়- ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে।
* ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।
* ২০১৮ বিশ্বকাপে অংশগ্রহনকারী দেশ- ৩২টি।
* প্রথমবারের মতো অংশগ্রহণকারী দল- ২টি (আইসল্যান্ড ও পানামা)।
* ২০১৮ বিশ্বকাপের মাসকট: 'জাবিভাকা (ZABIVAKA)'। রুশ শব্দ 'জাবিভাকা'র বাংলা অর্থ 'যে গোল করে'। নেকড়েরূপী জাবিভাকা'র ডিজাইনার একাতেরিনা বোচারোভা।
*২০১৮ বিশ্বকাপের পোস্টার একেঁছেন রাশিয়ান শিল্পী ইগর গুরোভিচ। পোস্টারটিতে ঠাঁই পেয়েছেন ব্যালন ডিঅর জেতা ইতিহাসের একমাত্র গোলরক্ষক রাশিয়ার কিংবদন্তী গোলরক্ষক লেভ ইয়াসিন। পোস্টারের মাঝে সবুজ বৃত্ততে ১১টি স্বাগতিক শহরের ১২টি স্টেডিয়ামকে উপস্থাপন করা হয়েছে।
* ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন ৪৬টি দেশের মোট ১১২ জন রেফারি। এর মধ্যে ৩৬ জন ফিল্ড রেফারি, ৬৩ জন সহকারী রেফারি এবং ১৩ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)।
* এবারের বিশ্বকাপের নতুন সংযোজন- ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)।

খেলার মাঠে:
* ২০১৮ বিশ্বকাপ আসরের মোট গোলসংখ্যা- ১৬৯টি।
* সর্বোচ্চ গোলদাতা- হ্যারি কেন, গোল দিয়েছেন ৬টি।
* সর্বোচ্চ গোলতাদা দল- বেলজিয়াম, গোল সংখ্যা ১৬টি।
* হলুদ কার্ড- ২১৯টি।
* লাল কার্ড- ৪টি।
* মোট পাস- ৪৯,৬৫১টি।
* সর্বোচ্চ আক্রমণকারী দল- ক্রোয়েশিয়া, ৩৫২টি।
* সেরা পাস- ইংল্যান্ড, ৩,৩৩৬টি।
* সেরা রক্ষণ (সেভ)- ক্রোয়েশিয়া, ৩০১টি।
* সবচেয়ে বেশি দৌড়ে খেলেছেন- ইভান পেরেসিচ, ৭২কিমি।
* সবচেয়ে বেশি পাস করেছেন- সার্জিও রামোস, ৪৮৫টি।
* বেশি সেভ করেছেন- থিবাউ কোরতুয়া, ২৭টি।
* এবারের আসরে প্রথম গোল করেছেন- ইউরি গাজিনস্কি (রাশিয়া)।

পুরষ্কার:
* মোট প্রাইজমানি- ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
* চ্যাম্পিয়ন দল (ফ্রান্স) পাবে- ৩৮ মিলিয়ন ডলার।
* রানার্সআপ দল (ক্রোয়েশিয়া) পাবে- ২৮ মিলিয়ন ডলার।
* গোল্ডেন বল পেলেন- লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)।
* ব্রোঞ্জ বল- আন্তোয়ান গ্রিয়েজমান (ফ্রান্স)।
* গোল্ডেন বুট- হ্যারি কেইন (ইংল্যান্ড)।
* গোল্ডেন গ্লাভস- থিবো কোর্তোয়া (বেলজিয়াম)।
* সেরা উদীয়মান খেলোয়াড়- কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

বিশ্বকাপের পরবর্তী আসর:
* প্রতি ৪ বছর পরপর বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
* ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে- ২০২২ সালে।
* ২০২২ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- কাতারে।

বাংলাদেশ সময়: ১১:১৫ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৮
আরএএ/এডিবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।