ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

আট ব্যাংকে ১২২৯ কর্মকর্তা নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
আট ব্যাংকে ১২২৯ কর্মকর্তা নিয়োগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত আট ব্যাংকে উর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ) পদে ১ হাজার ২২৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেডে ২৬০ জন, জনতা ব্যাংক লিমিটেডে ৪০০ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৯৭ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ১২ জন, কর্মসংস্থান ব্যাংকে ১০৭ জন, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৩৬ জন, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে ৫ জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১২ জন নিয়োগ পাবেন।

যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা পদগুলোতে আবেদন করতে পারবেন।

এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুইটি প্রথম বিভাগ/শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ১ অক্টোবর ২০১৮ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিজ্ঞপ্তি:

প্রিয় পাঠক, আপনার প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার বিষয়ক যেকোন প্রশ্নের উত্তর জানতে, আপনার মতামত জানাতে বা লেখা পাঠাতে চাইলে আমাদের ইমেইল করুন career.banglanews@gmail.com ঠিকানায়। বাংলানিউজের সঙ্গেই থাকুন...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।