বলা হয়, অতীতকে ভুলে সামনের পথে এগিয়ে যেতে হবে। তবে চাকরিপ্রার্থী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের বেলায় কথাটি পুরোপুরি ঠিক নয়।
২০১৮ সালের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বাংলানিউজ ক্যারিয়ার বিভাগে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে সালতামামি ২০১৮। প্রথম পর্বের তথ্যগুলো জেনে নেওয়া যাক-
১) ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় এদিন তাপমাত্রা ছিলো ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
২) ২৫ জানুয়ারি বাংলাদেশ পুলিশের ২৯তম মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
৩) ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
৪) ৮ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালীতে উদ্বোধন করা হয় দেশের ৩১তম সেনানিবাস 'শেখ হাসিনা সেনানিবাস'।
৫) দেশে ফোর-জি বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু হয় ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
৬) ২ মার্চ মুন্সিগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য 'পতাকা-৭১' উদ্বোধন করা হয়।
৭) স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নেয় বাংলাদেশ। ১২ থেকে ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সহযোগী সংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) উন্নয়ন নীতি কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
৮) দেশের ১২তম সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন পায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২ এপ্রিল প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
৯) ধর্ষণের শিকার নারী ও শিশুর শারীরিক পরীক্ষায় 'টু ফিঙ্গার টেস্ট' ও 'বায়োম্যানুয়েল টেস্ট' নিষিদ্ধ করে ১২ এপ্রিল রায় প্রদান করে হাইকোর্ট।
১০) ১৭ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
১১) দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয় ১২ মে ২০১৮।
১২) ১৪ মে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম শুরু হয়।
১৩) ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪) ৪ জুন বাংলাদেশ বিমান বাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। একই সাথে তার এয়ার মার্শাল পদে পদোন্নতি কার্যকর হয়।
১৫) ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি। একই সাথে তার জেনারেল পদে পদোন্নতি কার্যকর হয়।
১৬) ২০২০-২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করা হয় ৬ জুলাই ২০১৮।
১৭) ৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০তম থানা হিসেবে কার্যক্রম শুরু করে হাতিরঝিল থানা।
১৮) ৮ জুলাই জাতীয় সংসদে পাস হয় 'সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৮'।
১৯) ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) চালু হয় ১ অক্টোবর ২০১৮ তারিখ।
২০) ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সালতামামির পরবর্তী পর্বে থাকবে আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ তথ্য। চোখ রাখুন বাংলানিউজ ক্যারিয়ার পেইজে...
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৯
আরএএ/এডিবি/