ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিচ্ছে সিটি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিচ্ছে সিটি ব্যাংক

শিক্ষিত চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের অন্যতম পছন্দের জায়গা ব্যাংকিং খাত। বছরের বিভিন্ন সময় সরকারি-বেসরকারি ব্যাংকগুলো নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়ে থাকে।

সম্প্রতি দি সিটি ব্যাংক লিমিটেড দুই পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মার্চেন্ট বিজনেস কার্ডস শাখায় অফিসার পদে এবং এফ-কমার্সে সহকারী ব্যবস্থাপক নেওয়া হবে।  

অফিসার পদে আবেদনের জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদে কতজন নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। চার বছরের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।  

এ পদে বেতন হবে ২৬,০০০-২৮,০০০ হাজার টাকা। আবেদন করা যাবে ১৭ অক্টোবর পর্যন্ত। সহকারী ব্যবস্থাপক পদে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  

আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত। দুই পদেই প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।