ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

১০৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেল

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
১০৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেল

রাজস্ব খাতভুক্ত খালাসি পদে এক হাজার ৮৬ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। এনিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  

পদের নাম: খালাসি
পদসংখ্যা: এক হাজার ৮৬
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বয়স: ১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের http://br.teletalk.com.bd/ মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
আবেদন ফি:
পরীক্ষা ফি বাবদ ৫০ টাকা জমা দিতে হবে।
আবেদনের তারিখ
২০ ডিসেম্বর থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২৬ জানুয়ারি।
আবেদনের নিয়ম ও নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।