ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

দেড় লাখ বেতনে এফপিএবিতে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, আগস্ট ৮, ২০২২
দেড় লাখ বেতনে এফপিএবিতে চাকরি

ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডিরেক্টর (প্রোগ্রাম) পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইন বা ই–মেইল ও ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডিরেক্টর (প্রোগ্রাম)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক হেলথ বা রিপ্রডাকটিভ হেলথে পোস্ট গ্র্যাজুয়েশনসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। এসআরএইচআরে প্ল্যানিং ডিজাইনিং, ইমপ্লিমেন্টিং, ম্যানেজিং ও কো–অর্ডিনেটিং প্রজেক্ট/প্রোগ্রামে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জ্যেষ্ঠ পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে পারবেন। এছাড়া সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদসহ সিভি hr@fpab.org.bd ঠিকানায় ই–মেইল করা ছাড়া ডাকযোগেও পাঠানো যাবে।

ডাকযোগে সিভি পাঠানোর ঠিকানা: এক্সিকিউটিভ ডিরেক্টর, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা–১০০০।

আবেদনের শেষ সময়: ১৬ আগস্ট ২০২২।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।