ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

মেট্রোরেলে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
মেট্রোরেলে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোক নেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: মহাব্যবস্থাপক। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হিউম্যান রির্সোস, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১,২২,০০০ টাকা।

পদের নাম: উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ১,০৫,০০০ টাকা।

পদের নাম: ব্যবস্থাপক (অর্থ)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৯,০০০ টাকা।

পদের নাম: ব্যবস্থাপক (অপারেশন)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৯,০০০ টাকা।

পদের নাম: ব্যবস্থাপক (আইটি)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৯,০০০ টাকা।

পদের নাম: ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৯,০০০ টাকা।

পদের নাম: ব্যবস্থাপক (ডিপো)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭৯,০০০ টাকা।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dbrt.teletalk.com.bd এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।