ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্যারিয়ার

অভিজ্ঞতা ছাড়া ৭০,০০০ বেতনে এনসিসি ব্যাংকে চাকরি

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
অভিজ্ঞতা ছাড়া ৭০,০০০ বেতনে এনসিসি ব্যাংকে চাকরি

বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড কর্মী নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) 

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ/জিপিএ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বয়সসীমা: ২০২২ সালের ১০ সেপ্টেম্বর প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫৫ হাজার ৫০০ টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭০,০০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এনসিসি ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now–এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২২।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।