ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

খুলনায় ২৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
খুলনায় ২৫ বছরে সর্বোচ্চ তাপমাত্রা

খুলনা: ক্রমাগত বেড়েই চলেছে খুলনায় তাপমাত্রা। দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে।

ঠা ঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে রাস্তাঘাট। এদিকে তীব্র গরমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে জ্বর, মাথাব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ।

সোমবার (২৯ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। ধান, আম, লিচু, সবজির ফলন এবং হাঁস-মুরগি ও গরু-ছাগল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।