ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বন্যায় ক্ষতির বিষয় ভারতের কাছে তুলে ধরা হবে: পানিসম্পদ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
বন্যায় ক্ষতির বিষয় ভারতের কাছে তুলে ধরা হবে: পানিসম্পদ উপদেষ্টা

কুমিল্লা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখানে বৃষ্টিপাত বাড়ছে, কিছুক্ষণের মধ্যে বাঁধগুলো খুলে দেব। তোমরা প্রস্তুতি নাও।

এইটুকু জানাতে তো আপত্তি থাকার কোনো কারণ নেই। সেজন্য আমরা ক্ষতিগুলোর জন্য অপেক্ষা করছিলাম। ক্ষতিগুলোর এখন একটা হিসাব হয়ে গেছে। এখন অবশ্যই আমরা ভারতের কাছে এ বিষয়টা তুলব।
 
সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।  

নদী দখলের বিষয়ে তিনি বলেন, আমরা কি ভ্রান্ত একটা উন্নয়ন দর্শনের মধ্যে থাকি। মনে করি, বিল্ডিং হওয়া মানে উন্নয়ন হয়েছে। ঢাকার বুড়িগঙ্গায় ২০০০ এর বেশি স্থাপনা ভাঙা হয়েছে। ভাঙতে চাইলে ভাঙা যায়। নদীর ওপরে স্থাপনা করার কারো তো কোনো আইনগত অধিকার নেই। নদীর ওপর স্থাপনা করার অনুমতি দেওয়ার রাইট সরকারের নেই। প্রভাবশালী ব্যক্তিদের যেমন স্থাপনা করার অধিকার নেই, সরকারেরও তাদের স্থাপনা করার অনুমতি দেওয়ার নিয়ম নেই। নদীরক্ষা কমিশনের কাছে ৬৬ হাজার দখলদারের তালিকা আছে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মিটিং করেছি। বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে দেশের সব নদ-নদী ওই ৬৬ হাজার দখলদারের হাত থেকে কেমন করে বাঁচাবেন, কেমন করে স্থাপনাগুলো ভাঙবেন, দুই মাসের মধ্যে কর্মপরিকল্পনা দিন। বিভাগীয় কমিশনাররা জেলা প্রশাসককে বলবেন এবং সেগুলো ভাঙার শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আমিরুল হক ভূঁইয়া, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল হাসান, পানি উন্নয়ন বোর্ড পূর্বাঞ্চলের উপপ্রধান প্রকৌশলী আবু তাহের, কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।